বান্দরবান ভ্রমন গাইড
সবুজ পাহাড়ে মেঘের লুকোচুরি কিম্বা পাহাড়ের মাঝে দিয়ে প্রবাহিত অগভীর নদী, ছোট বড় হরেক রকম ঝর্ণা অার বিকেলের মনমুগ্ধকর পাহাড়ি বাতাসে শরীর জুড়ানোর জন্য পাহাড়ী কন্যা বান্দরবান-এর জুড়ি মেলা ভার। বর্ষার মৌসুমে মেঘ ছুয়ে দেখার বা খুব কাছ থেকে মেঘ দেখার অানন্দ পেতে পারেন এখানে। বলা যায়, বাংলাদেশের সবচেয়ে ঘুছানো ট্যুরিজমের ব্যবস্থা রয়েছে বান্দরবানে। দেখার মত স্পটও রয়েছে অনেকগুলো।এখানে কৃত্রিমতা এবং প্রকৃতির এক মিশেল সৌন্দর্য উপভোগের সুযোগ রয়েছে পর্যটকদের জন্য। নীলগিরী নীলাচলের মত কৃত্রিমভাবে সৌন্দয্য বর্ধন করা স্পট যেমন রয়েছে তেমনি বগা লেক, রুমা, রেমাক্রি, জাদিপাই জলপ্রপাত, ঋজুক জলপ্রপাত, মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সসহ অনেক স্থান এবং প্রাকৃতিক ঝর্ণা রয়েছে যেগুলোর সৌন্দয্য পর্যটকদের বিমোহিত করে। তবে এই পোস্ট শুধুমাত্র বান্দরবান শহর কেন্দ্রিক (বান্দরবান শহর থেকে সহজে যাতায়াত করা যায় এমন) পর্যটন স্পটগুলো সম্পর্কে বলা হবে। বান্দরবানের গভীরের পর্যটন স্পটগুলো নিয়ে পরবর্তীতে পোস্ট দেওয়া হবে। কিভাবে যাবেন? ------------ সরাসরি: ঢাকা থেকে বান্দরবান সরাসরি এস. ...